বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে খাগড়াছড়িতে পুলিশী বাঁধায় বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশিতঃ ০৩ অক্টোবর, ২০১৬  

khagrachari-bnp-pic-03খাগড়াছড়ি প্রতিনিধি: বিএনপি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে খাগড়াছড়িতে পুলিশী বাঁধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার বেলা ১২টায় জেলা শহরের কলাবাগান এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের দিকে যেতে চাইলে ভাঙ্গাব্রীজ এলাকায় পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতৃবৃন্দরা।
সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, সরকার জনগণের কণ্ঠরোধ করতে পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। সরকার বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে এবং তাকে স্বদেশে ফিরতে বাঁধা প্রদান করা হচ্ছে। এটি মৌলিক অধিকারের লঙ্ঘনের সামিল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, কংচাইরী মাস্টার, মণীন্দ্র কিশোর ত্রিপুরা, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মংসাথোয়াই চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এমএন আবসার, সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত, সদর পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ প্রমুখ।
উল্লেখ্য, এর আগে সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মী এসে জড়ো হলে পুলিশ সেখান থেকে সরে যেতে নেতাকর্মীদের বাধ্য করে। পরবর্তীতে কলাবাগান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।