হোসেনপুরে অটোরিকশা চাপায় শিশু নিহত
প্রকাশিতঃ ২৬ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ ৬কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ফাহিম মিয়া (০৫) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গণমানপুরুরা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ফাহিম উপজেলার পরিষদের সামনে দিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা চাপা দিলে গুরুতর আহত। এ সময় স্থানীয় ও পরিবারের লোকজন ফাহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ফাহিমের অবস্থার অবণতি দেখে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে ফাহিমের মৃত্যু হয়।