মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৪

প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙাতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দেড়টার দিকে উপজেলার সাতমারা স্থানে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত বা নিহত কারও পরিচয় পাওয়া যায়নি।
জেলা পুলিশ সুপার মজিদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাটিরাঙা থানার অফিসার ইনচাজর্ শাহদাত হোসেন টিটু বলেন, বাসে যত যাত্রী ছিল সবাই আহত হয়েছেন। খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ করছে।
2016_01_13_01_29_34_ukopf2aksc8qnlv0jxty53wjlfbyli_512xautoতিনি আরও জানান, বাসটি ফেনী থেকে খাগড়াছড়ি আসছিল।