শাবি শিক্ষকের গাড়ির চাপায় ২ পথচারী নিহত
প্রকাশিতঃ ২৪ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের প্রাইভেটকারের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
অধ্যাপক আরিফুল ইসলাম নিজের নতুন গাড়ি চালানো শেখার সময় শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের কাছে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন সোনারবাংলা ৭১. কমকে বলেন, গাড়িচাপায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। তারা সবাই এক পরিবারের সদস্য।
নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পূর্ব কাতিয়া গ্রামের গিয়াস উদ্দিন (৭০), তার ভাতিজা আতাউর রহমান (৫০)।
আহত সেলিনা পারভীন নিহত আতাউরের মেয়ে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আক্তার হোসেন সোনারবাংলা ৭১. কমকে বলেন, “বেলা ১২টা দিকে বিশ্ববদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আরিফুল ইসলাম নিজের নতুন কেনা গাড়ি চালানো শিখছিলেন।
“এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় গাড়িটি। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী সোনারবাংলা ৭১. কমকে বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি।
গাছের সঙ্গে ধাক্কায় গাড়িটি সামনের অংশ দুমড়ে অধ্যাপক আরিফুল এবং তার গাড়িচালক আবুল কালামও আহত হন বলে দাবি করেন তিনি।
গাড়িটি কে চালাচ্ছিল- জানতে চাইলে প্রক্টর বলেন, “তা বলতে পারছি না, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে।”