কানে হেডফোন • লালমনিরহাটে যুবকের দেহ দিয়ে চলে গেল ট্রেন !
প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর, ২০১৬
উঠতি বয়সের তরুন শরিফুল ইসলাম (১৮)। রেললাইনে বসে হেডফোনে আপন মনে গান শুনছিলেন। হঠাৎ করেই চলে আসা করতোয়া এক্সেপ্রেসের ট্রেনটি হর্ণ বাজালেও তা শুনতে না পাওয়ায় ট্রেনের নিচে কাটা পড়েই প্রাণ হারালেন তিনি।লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল উপজেলার মদাতী ইউনিয়নের হাজরানীয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে ওই এলাকায় একটি মুদি দোকন করতো।
স্থানীয়দের বরাত দিয়ে মদাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির পাশে রেললাইনে বসে হেডফোনে গান শুনছিল শরিফুল ইসলাম। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সেপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
লালমনিরহাট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, অসতর্কতার কারণে এমন দূর্ঘটনা ঘটেছে। বুধবার সকালে পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে নিজ বাড়ি নিয়ে গেছে বলে জানান তিনি।