বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দুর্ঘটনায় এসআই নিহত, স্ত্রীসহ আহত ২

প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর, ২০১৬  

road_accident_sm_307154602ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুটি মোটরসাইকেলের সংর্ঘষে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্ত্রীসহ দুইজন।
মঙ্গলবার দুপুরে ভাটই এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত এস আই জাহিদ হাসানের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বহালবাড়ি গ্রামে।
আহতদের একজন হলেন এসআই জাহিদের স্ত্রী সালমা আকতার। অপরজনের নাম জানা যায়নি। তাদের ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, কিছুদিন আগে ঝিনাইদহ সদর থানা থেকে নড়াইল সদর থানায় বদলি হন জাহিদ। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি শৈলকুপা উপজেলার হাফিজপুর যাচ্ছিলেন তিনি।
“ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংর্ঘষ হলে স্বামী-স্ত্রী ও অপর মোটরসাইকেলের চালক আহত হন।”
গোপিনাথ কানজিলাল জানান, তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
পথে হাটগোপালপুরের কাছাকাছি জাহিদ মারা যান বলে জানান তিনি।