বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

প্রকাশিতঃ ০৬ সেপ্টেম্বর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ 2015_12_08_14_32_09_jTvWJLze6RlJgeSecdSe4RUo5dENbE_128xautoঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার থেকে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে অটক করেছে র‌্যাব-৬। সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বিষয়খালী গ্রামের জালাল উদ্দিন (২০) ও একই গ্রামের শরিফ হোসেন (৪৫)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহম্মেদ জানান, জালাল ও শরিফ হোসেনসহ এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী মধ্যরাতে বিষয়খালী বাজারে গোপন বৈঠক করছিলেন।
খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।