মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পিরোজপুরে বিদেশি দম্পতির চুরি হওয়া মালামাল উদ্ধার

প্রকাশিতঃ ২৩ জানুয়ারি, ২০১৬  

বেলজিয়ামের নাগরিক ডেভিড হ্যান্স ও তার স্ত্রী প্যাটরেসিয়ার চুরি হওয়া মালামালের আংশিক উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। বৃহস্পতিবার এ ঘটনায় জড়িত সন্দেহে আসিব খান রেজাউল (২২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পিরোজপুর সদর সার্কেল (এ এস পি) মোল্লা আজাদ হোসেন জানিয়েছেন, বেলজিয়ামের পুলিশ অফিসার ডেভিড হ্যান্স ও তার স্ত্রী প্যাটরেসিয়া সম্প্রতি বাংলাদেশ সফরে আসেন। এ দম্পতি ঢাকা থেকে স্টিমার পিএস মাসুদের ৪ নম্বর কেবিন ভাড়া করে পিরোজপুরের হুলারহাট ঘাটে নেমে বাগেরহাট ও খুলনার দর্শনীয় স্থানগুলো দেখার জন্য যাচ্ছিলেন।

পথে বুধবার রকেট স্টিমার পিএস মাসুদের কেবিন বয় আসিব খান রেজাউল কৌশলে তাদের কক্ষ থেকে উন্নত মানের ক্যামেরা, আইপ্যাড ও আইপড চুরি করে।

এ ঘটনায় ডেভিড হ্যান্স পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ করলে এএসপি মোল্লা আযাদ হোসেনের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে কেবিন বয় আসিবকে গ্রেফতার করে।

তার স্বীকারোক্তিতে রকেটে লুকানো একটি আই প্যাড ও আই পড উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসিব খান রেজাউল বরিশাল শহরের কাউনিয়া আমানতগঞ্জ এলাকার ফিরোজ খানের ছেলে।