মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিতঃ ২৩ জানুয়ারি, ২০১৬  

মাদারীপুরের শিবচরে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে আলমগীর হাওলাদার নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো পাঁচজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার দুপুরে সংঘর্ষের পর আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেন। এখানেও রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে ফরিদপুর থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কিন্ত ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মারা যান। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।