ফরিদপুর পাসপোর্ট অফিসে ৫ দালালের জেল-জরিমানা
প্রকাশিতঃ ০১ সেপ্টেম্বর, ২০১৬
জেলা প্রতিনিধিঃ ফরিদপুর শহরের কমলাপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করে জেল-জরিমানা দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেওয়া হয়। আটকদের মধ্যে দু’জনকে জরিমানা ও তিনজনকে ১৫দিন করে জেল দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মুরাদ মীর (৪০), রাজা মোল্যা (২৩) ও আসীম আহম্মেদ রিপন (৩২)।
এছাড়া আশিক সেন ও ইব্রাহিম নামে দুই দালালকে ৫শ’ টাকা করে জরিমানা এবং তিনজনকে ১৫দিন করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
ফরিদপুর র্যাব-৮ এর অধিনায়ক মেজর আবদুল্লাহ-আল-হাসান জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৫ দালালকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নকল নাগরিক সনদ, পাসপোর্ট ফরম পূরণের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও অবৈধ কাগজপত্র উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেওয়া হয়।
এ সময় বিচারকের জেরার মুখে দালাল মুরাদ মীর সাড়ে পাঁচ হাজার টাকা ফেরত দিতে বাধ্য হয়। উদ্ধার হওয়া এ টাকা ভুক্তভোগীকে ফেরত দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ বলেন, ‘জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ আদালতে অর্পিত দায়িত্ব ও ক্ষমতা যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে জন ভোগান্তিহীন সেবা নিশ্চিত করতে চাই। সেই লক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের পাশাপাশি আমার ব্যক্তিগত চেষ্টা অব্যাহত থাকবে।’