মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু, আহত ২

প্রকাশিতঃ ২২ জানুয়ারি, ২০১৬  

পটুয়াখালীর গলাচিপায় বাসের ধাক্কায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক নিহত এবং দুই আরোহী আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আমখোলা এলাকায় পটুয়াখালী-গলাচিপা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গলাচিপা থানার এসআই মো. শামসুল আলম জানান।

নিহত আবু তাহের প্যাদার (৩০) বাড়ি গলাচিপার শুয়োরী ব্রিজ এলাকায়। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

মোটরসাইকেল আরোহী বাচ্চু মোল্লা (৫০) ও নজরুল ইসলামকে (২৫) জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুজনই ‘গুরুতর আহত’ হয়েছেন বলে পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক মো. রুবেল আহমেদ জানান।

আহতদের মধ্যে নজরুলের বাড়ি একই উপজেলার পানপট্টিতে। বাচ্চু থাকেন ঢাকার মিরপুর এলাকায়।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই শামসুল বলেন, “যাত্রীবোঝাই বাস ‘চাঁদনী’ গলাচিপার হরিদেবপুর বাসস্ট্যান্ড থেকে পটুয়াখালী বাসস্ট্যান্ডে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।”

লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।