ঝিনাইদহে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, আটক ২
প্রকাশিতঃ ২৩ আগস্ট, ২০১৬
ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহে পাট ব্যবসায়ী খলিলুর রহমানের চার লাখ ছিনতাইয়ের ঘটনায় দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে জেলা শহরের আরাপপুরে অভিযান চালিয়ে মাইক্রোবাস, ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ ফরহাদ হোসেন (৩৫) ও ওয়াজিবুল্লাহকে (৪০) পুলিশ আটক করেছে।
ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাগুরার ইসলামী ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে পাট ব্যবসায়ী খলিলুর রহমান তার সঙ্গী মোস্তফাকে নিয়ে মোটরসাইকেলে ঝিনাইদহ ফিরছিলেন। তারা মাগুরার ইটখোলা বাজার এলাকায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস পথরোধ করে চারজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের মাইক্রোতে জোরপূর্বক তুলে নেয়। পরে মারধর করে তার কাছে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঝিনাইদহ শহরের হামদহ লাউদিয়া এলাকায় চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়।
বিকেল ৫টার দিকে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ঝিনাইদহ পুলিশ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায়। একপর্যায়ে পুলিশ আরাপপুর থেকে মাইক্রোবাস, ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ ফরহাদ হোসেন ও ওয়াজিবুল্লাহ নামে দুজনকে আটক করে। তাদের বাড়ি মাদারীপুর ও ভোলায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।