গাজীপুর থেকে অপহৃত শিশু টাঙ্গাইলে উদ্ধার
প্রকাশিতঃ ২৩ আগস্ট, ২০১৬
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল :গাজীপুর থেকে অপহরণের দুদিন পর টাঙ্গাইল থেকে আড়াই বছর বয়সের এক শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ১২। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়।
মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে দুইনারীসহ তিনজনকে আটক ও শিশুটিকে উদ্ধার করা হয়। পরে বিকেল ৪টায় টাঙ্গাইল র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়। টাঙ্গাইল র্যাব-১২ ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-৩) কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বিপিএম জানান, গত ২১ আগস্ট গাজীপুর জেলার চৌরাস্তা এলাকা হতে শিশু তাসমিম আক্তারকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ফোন দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এই ঘটনা জানার পর ফোন ট্র্যাকিংয়ের সূত্র ধরে টাঙ্গাইল র্যাবের নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরে আজ ভূয়াপুর উপজেলার বিরহাটি, ঘাটান্দি ও বেলতলা গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে অপহরণকারী দলের সদস্য ভূয়াপুর উপজেলার-পাঁচ তেরিল্লা গ্রামের মজনু মিয়ার ছেলে মো. আনিছুর রহমান (১৮), ঢাকার ডেমরা থানার অছিম উদ্দিন মিয়ার মেয়ে মোছা. ফাতেমা আক্তার (১৯) ও ভূয়াপুর উপজেলার বেলতা গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে মোছা. স্মৃতি আক্তারকে (১৮) আটক করা হয়।
এ সময় অপহৃত শিশু তাসমিম আক্তারকে উদ্ধার করা হয়। এ বিষয়ে গাজীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।