বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ ১৩ আগস্ট, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ 22চাঁদপুরের কচুয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
কচুয়া থানার ওসি এ কে এম এস ইকবাল জানান, শুক্রবার রাতে উপজেলার পালগিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেরিন আক্তার (২৫) ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী ইউসুফ মিয়াজীর স্ত্রী।ওসি বলেন, শুক্রবার রাত ১০টার দিকে জেরিন শাশুড়ির ঘরে খাবার দিয়ে নিজ ঘরে কক্ষে ফিরলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। “এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
এ ঘটনায় শনিবার জেরিনের বাবা ওয়ালী উল্যাহ বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা করেছেন।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।