মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশিতঃ ২৮ জুলাই, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণ-কিশোর গ্রামে বজ্রপাতে নিতাই চন্দ্র (১৮)নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত নিতাই ওই গ্রামের নরেন্দ্র রায়ের পুত্র। সে উপজেলার চাপারহাট টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
2016_05_12_11_32_58_uKTywegjB6luVSsNgO7PL3w7ehTatJ_originalদলগ্রাম ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টা দিকে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান নিতাই। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিতাই ও তার গরুটির মৃত্যু হয়। পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।