চাঁদপুরে সপ্তম শ্রেনীর ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিতঃ ২৬ জুলাই, ২০১৬
জেলা প্রতিনিধিঃ চাঁদপুর হাজীগঞ্জে অপূর্ব রায় চৌধুরী নামে সপ্তম শ্রেনীর এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। তার বাবার নাম বিনয় চৌধুরী। পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামে তাদের বাড়ি। সে চৌধুরী হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী। সন্ধ্যার পরে হাজীগঞ্জ পৌর শ^শানঘানে তাকে দাহ করা হয়।
জানা যায়, আজ মঙ্গলবার সে পরীক্ষা শেষে বাড়ি গিয়ে মোবাইলে গেম খেলতে ছিল। এতে মা বকা দেয়। এজন্য সে বসত ঘরের মধ্যে গলায় গামছা দিয়ে সিলিং ফ্যানের সাথে দিনে দুপুরে গলায় ফাঁস দেয়। হাজীগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র নেয়া হলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষনা করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম স্কুল ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে।