বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কসবায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রকাশিতঃ ১৬ জুলাই, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লোকমান মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কে কসবা উপজেলার মীরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত লোকমান কসবার চিহ্নিত ডাকাত ছিলেন। তার বিরুদ্ধে কসবা থানায় ডাকাতির অভিযোগে ৫টি মামলা রয়েছে। লোকমান উপজেলার মাইচার গ্রামের পশ্চিমপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।
এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হলেন- কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল শিকদার, কনস্টেবল রাজিব, রহিম ও সিদ্দিক। তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারবাংলা ৭১.কমকে index_134058 জানান, শনিবার ভোরে একদল সশস্ত্র ডাকাত কুমিল্লা-সিলেট মহাসড়কের মীরপুকুর এলাকায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এসময় পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ডাকাত দলের সদস্য লোকমান মারা যান। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যও আহত হয়েছেন।
তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও চারটি চাপাতি উদ্ধার করেছে।