চাঁদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
প্রকাশিতঃ ১৩ জুলাই, ২০১৬
জেলা প্রতিনিধিঃ, চাঁদপুর: জেলার মতলব দক্ষিণ উপজেলায় পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশু ও কচুয়ায় গর্তের পানিতে পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কচুয়া উপজেলার মনপুরা বংশী বাড়িতে, মতলব দক্ষিণের নলুয়া গ্রামে ও কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কচুয়ার জহিরুল ইসলামের শিশু কন্যা সামিয়া জাহান তাদের ঘরের পাশে গর্ত করা পানিতে পড়ে মৃত্যুবরণ করে। এছাড়া মতলব দক্ষিণ উপজেলার মঞ্জুর হোসেনের তিন বছর বয়সী শিশুকন্যা মারিয়া আক্তার নিজ বাড়ির পুকুরে পড়ে মারা যায়। একই এলাকার বোরহান উদ্দিনের ৩ বছরের শিশু মো. নিরব পুকুরে পড়ে মারা গেছে।