বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কলেজছাত্রীকে এসিড নিক্ষেপ: যুবকের কারাদণ্ড

প্রকাশিতঃ ১৮ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে এসিড নিক্ষেপের মামলায় মো. লায়েক আহমদ নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত লায়েক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের তবারক আলীর ছেলে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামসুল ইসলাম। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল খালিক।

আদালত সূত্র জানায়, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে একই গ্রামের তৈমুছ আলীর মেয়ে ও স্থানীয় নুরজাহান মহিলা কলেজের স্নাতক শ্রেণীর ছাত্রী লাকি বেগমের শরীরে এসিড নিক্ষেপ করেন লায়েক।

পরদিন তৈমুছ আলী বাদী হয়ে সিলেট মহানগরীর মোগলাবাজার থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ শিকদার ২০১২ সালের ৯ এপ্রিল লায়েক আহমদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।