মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

‘সম্ভাব্য খুনিদের লিংক ধরার চেষ্টা চলছে’

প্রকাশিতঃ ১৭ জানুয়ারি, ২০১৬  

নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জের বাবুরাইলে একই পরিবারে ৫ জনকে হত্যার ‘সম্ভাব্য খুনিদের লিংক ধরার চেষ্টা চলছে’ বলে জানিয়েছেন র‍্যাব মহা-পরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

রোববার বেলা ১১টায় তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ঘটনাস্থল থেকে বেরিয়ে সোয়া ১১টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

র‍্যাব ডিজি বলেন, ‘৫ জনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন ছিলো। তাদের ৩ জনের মাথায় আঘাতের চিহ্ন ছিলো। তবে রক্তপাতের মাত্রা বেশি ছিলো না।’ থেকে সম্ভাব্য কারণগুলো বিশ্লেষণ করে তদন্ত কর্মকর্তারা কাজ করছেন। সম্ভাব্য খুনিদের লিংক ধরার চেষ্টা চলছে।’

ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বের কারণ বা অন্য কারণেও তারা খুন হতে পারেন।’