মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মধুপুরে সম্পত্তির লোভে শ্যালক খুন

প্রকাশিতঃ ১৭ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃটাঙ্গাইলের মধুপুরে ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্তির লোভে জুয়েল রানা (১৪) নামে এক স্কুলছাত্রকে খুনের অভিযোগ উঠেছে তার দুই বোনের স্বামীর বিরুদ্ধে।

শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে মধুপুর বনের বেরিবাইদ এলাকার গজারি বন থেকে জুয়েলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এরআগে সন্দেহভাজন হিসেবে জুয়েলের দুলাভাই আজমত আলী (৩০), আজম আলী (২৮) ও তাদের সহযোগী নজরুল ইসলামকে (২৭) আটক করে পুলিশ।

জুয়েল রানা মধুপুর উপজেলার মহিষমারা নেদুর বাজার গ্রামের হাসান আলীর একমাত্র ছেলে। সে ছোট বোনের বাসায় থেকে ঢাকার একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো।

জুয়েল রানার চাচা মোজাফফর ও পুলিশ জানায়, গত ১১ জানুয়ারি দুপুরে বেড়ানোর কথা বলে একই গ্রামের শেরপুর এলাকার তার ছোট বোনের স্বামী আজম আলী জুয়েলকে নিয়ে বের হন। এ সময় আজম আলীর ভাগ্নে নজরুল ইসলাম তাদের সঙ্গে ছিলেন।

পরের দিন মঙ্গলবার পর্যন্ত জুয়েল বাড়ি না ফেরায় মোজাফফর ১২ জানুয়ারি মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ জিডির সূত্র ধরে সন্দেহভাজন ওই তিনজনকে আটক করে। পরে তাদের তথ্য অনুযায়ী বনের এক গজারি গাছে অর্ধঝুলন্ত অবস্থায় জুয়েলের পঁচন ধরা মৃতদেহ উদ্ধার করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনার বাংলা৭১.কমকেজানান, মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।