হাজীগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ
প্রকাশিতঃ ২৫ মে, ২০১৬
চাঁদপুর: যৌতুকের দাবীতে চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও এলাকার মেনাপুরে খাদিজা আক্তার (২৮) নামের অন্তঃসত্ত্বা গৃহবধুকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গৃহবধুর হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছে। খাদিজা ঐ এলাকার বকাউল বাড়ির আবদুল কাদেরের ছেলে আরিফ হোসেনর স্ত্রী।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে স্ত্রী খাদিজাকে স্বামী আরিফ ঘরের ভিতরে মারধর করে দু‘পা শিকলে বেঁধে রেখে বাড়ি থেকে চলে যায়। পরের দিন সকালে এলাকার লোকজন খবর পেয়ে গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় শিকল খুলে দেয়া হয়।
নির্যাতিত গৃহবধূ খাদিজা জানায়, ৩ বছর পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ের সময় খাদিজার পরিবার কিছু নগদ টাকা দিয়ে সিএনজি কিনে দেয়। তাদের প্রথম সন্তার প্রতিবন্ধী। বর্তমানে খাদিজা ৫ মাসের অন্তঃসত্ত্বা। বাবার বাড়ি থেকে টাকার আনার জন্য আরিফ প্রায়ই মারধর করে ।
গৃহবধূর শ্বশুর আ. কাদের জানান, ‘তারা প্রেম করে বিয়ে করেছে। আমি তার পরেও মেনে নিয়ে তাদেরকে ঘরে তুলে নিয়েছি। মাঝেমধ্যে তাদের মধ্যে টুকটাক ঝগড়া হয় শুনি ।
অভিযুক্ত স্বামী আরিফের মুঠোফোনে ঘটনার ব্যাপারে জানতে চাইলে সরাসরি কথা বলার আশ্বাস দিয়ে মুঠোফোনটি বন্ধ করে দেন।
এ ব্যাপারে থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আ. মান্নান বলেন, ‘অভিযোগের আলোকে আমি ছেলের বাড়িতে গিয়েছি।