মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফরিদপুরে ছিনতায়ের অভিযোগে দুই ইরানী নাগরিক আটক

প্রকাশিতঃ ২১ মে, ২০১৬  

index 3_128525
ফরিদপুরে ছিনতায়ের অভিযোগে দুই ইরানী নাগরিক আটক শীর্ষ নিউজ, ফরিদপুর: ফরিদপুরে একটি ফিলিং স্টেশনের টাকা ছিনতায়ের অভিযোগে দুই ইরানী নাগরিককে আটক করেছে পুলিশ।

ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর সদরের ইউনাইটেড পেট্রল পাম্পের সামনে থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

শনিবার দুপুরে এই ঘটনায় ফিলিং স্টেশন মালিক বাদী হয়ে একটি মামলা দায়ের করে নগরকান্দা থানায়। বিকেলে ওই দুই বিদেশীকে আদালতে হাজির করে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন, ডেভড ইয়ার বিগি ডারভি সানড (৩৬) ও আলী রেজা ওরফে ফাইজার (২৮)। এদের দুজনের বাড়ি ইরানের কারাজ এলাকায়।

তাদের কাছ থেকে উদ্বার হওয়া পাসপোর্ট থেকে জানা যায়, ওই দুই ব্যাক্তি এক মাসের টুরিস্ট ভিসা নিয়ে গত ৪ মে বাংলাদেশে আসেন। আগামী ২৯ মে তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার কথা।

পুলিশ ও মেসার্স তোফাজউদ্দিন ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ও মালিকের কাছ থেকে জানা যায়, গত শুক্রবার বিকেলে সাড়ে চারটার দিকে দুটি সিলভার রঙের প্রাইভেট কারে করে চারজন বিদেশী নাগরিক ঢাকা-বরিশাল মহাসড়কে নগরকান্দা উপজেলার মেসার্স তোফাজউদ্দিন ফিলিং স্টেশনে আসেন। তারা পেট্রল পাম্পের ব্যবস্থাপক মো. কামরুজ্জামানের কক্ষে ঢুকে কৌশলে ৬২ হাজার পাঁচশ টাকা নিয়ে যায়। পরে ওই ব্যাবস্থাপক মোটরসাইকেলে পিছু নিয়ে ফরিদপুর সদরের ইউনাইটেড ফিলিং স্টেশনে ওই গাড়ি দুটি দেখতে পেয়ে এলাকাবাসীর সহায়তায় সাড়ে পাঁচটার দিকে একটি গাড়িসহ দুই ইরানী নাগরিককে আটক করতে সক্ষম হয়। অপর দুই বিদেশী গাড়িসহ পালিয়ে যায়।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ওই দুই বিদেশী নাগরিককে আটক করে।

ছিনতায়ের ঘটনাটি নগরকান্দা থানা এলাকার মধ্যে পড়ায় আটককৃতদের নগরকান্দা থানায় সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানায় উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত জানান, আটক দুই ইরানী নাগরিকের কাছ থেকে ছিনতাই করা ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মেসার্স তোফাজউদ্দিন ফিলিং স্টেশনের মালিক নগরকান্দার ছাগলছিড়া এলাকার বাসিন্দা জামাল মীর বাদী হয়ে শনিবার দুপুরে দুই ইরানী নাগরিকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুইজনকে আসামী করে নগরকান্দা থানায় ছিনতাই ও দস্যুতার অভিযোগ একটি মামলা দায়ের করেছেন।

বিকেলে ওই দুই বিদেশী নাগরিককে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।