শাহজালালে সাড়ে ৩ কোটি টাকার মোবাইল ফোন জব্দ
প্রকাশিতঃ ১৪ জানুয়ারি, ২০১৬
:নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ১ হাজার ৭০২টি অবৈধ মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে বিমানবন্দরের কার্গো এলাকায় তল্লাশি চালিয়ে ১৬টি কার্টন থেকে এ হ্যান্ডসেটগুলো জব্দ করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।
গত ৮ নভেম্বর হংকং থেকে দেশটির একটি এয়ারলাইন্সের ফ্লাইটে (এইচএক্স ৯০৬১) মিথ্যা ঘোষণায় এ হ্যান্ডসেটগুলো নিয়ে আসে এএফ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।
জব্দ মোবাইল হ্যান্ডসেটের মধ্যে আইফোন, স্যামসাং, সনি, এক্সপ্রেস, এইচটিসি, আসুসসহ বিভিন্ন ব্র্যান্ড রয়েছে।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার সোনার বাংলা৭১.কমকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে প্রেভেন্টিভ টিম কার্গো এলাকায় তল্লাশি চালিয়ে ১৬টি কার্টন জব্দ করে। পরে সেখান থেকে এই হ্যান্ডসেটগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শহীদুজ্জামান সরকার।