বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

র‌্যাব পরিচয়ে ফরিদপুরে চালভর্তি ট্রাক ছিনতাই

প্রকাশিতঃ ১৮ মে, ২০১৬  

ফরিদপুর: জেলার বাখুণ্ডা এলাকা থেকে ছিনতাইকারীরা র‌্যাবের পোশাক পরে মাইক্রোবাস নিয়ে ব্যারিকেড দিয়ে ট্রাক থামিয়ে চালক জাহাঙ্গীর আলম ও সহকারী শহিদ মোল্লাকে হাত-পা বেঁধে চালভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।
মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বাখুণ্ডা এলাকা থেকে চালভর্তি ট্রাকসহ ছিনতাইয়ের এই ঘটনা ঘটেছে।
ট্রাকের চালক জাহাঙ্গীর আলম জানান, রাজশাহী থেকে ১৮ টন চাল নিয়ে তিনি শরীয়তপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুরের বাখুণ্ডা এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাস দিয়ে ট্রাকটিকে ব্যারিকেড দিয়ে ট্রাকটিকে থামানো হয়। পরে মাইক্রোবাস থেকে ১০/১২ জন র‌্যাবের পোশাক পরিহিত ব্যক্তি ট্রাকে তল্লাশির নাম করে তাকেসহ সহকারীকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের জোরপূর্বক ঘুমের ঔষধ খাওয়ানো হয়। এরপর তারা ট্রাকভর্তি চাল নিয়ে চলে যায়।
পরে দুবৃর্ত্তরা চালক ও সহকারীকে বরিশাল জেলার উজিরপুর নামক স্থানে ফেলে চলে যায়। ভোরে মারাত্মক অসুস্থ অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হবার পর তারা ফরিদপুর কোতয়ালী থানায় এসে মামলা করে।
faridpur_pic_128167কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, ট্রাকভর্তি চাল ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের আটক করতে চেষ্টা চলছে।