মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট

প্রকাশিতঃ ১৫ মে, ২০১৬  

ফরিদপুর: খুলনা ও সদ্য ফরিদপুর বিভাগের সব রুটে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সড়ক দুর্ঘটনায় মিশুক-তারেকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে রোববার সকাল থেকে এ ধর্মঘট শুরু হবে।

শনিবার বিকালে ফরিদপুর ও যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমিটির নেতারা এ ঘোষণা দেন।

পরিষদের নেতারা বলেন, মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় ২০১১ সালের ১৩ অগাস্ট সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মনিরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় একটি নিয়মিত মামলা হয়।

“এছাড়া তারেক ও মনিরের স্ত্রী ১২ কোটি ৮২ লাখ ৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দাবি করে আলাদা দুটি মামলা করেন। আবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে ক্ষতিপূরণ দাবির আরও একটি মামলা বিচারাধীন আছে।”

সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণের মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

অন্য মামলায় অন্যায়ভাবে প্রভাব বিস্তারের অভিযোগও আনা হয় সংবাদ সম্মেলনে।

নেতারা বলেন, মামলার বাদী ও আইনজীবীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্যায় লাভের আশায় প্রচলিত আইনের বাইরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা করেছেন।

ক্ষতিপূরণ দেওয়া মালিক-শ্রমিকদের পক্ষে সম্ভব নয় দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে রোববার ভোর ৬টা থেকে খুলনা ও পরিদপুর বিভাগে বাস, ট্রাক, ট্যাংক-লরি, কভার্ডভ্যানসহ সব ধরনের ভাড়ায় চালিত পণ্যবাহী ও যাত্রিবাহী যানবাহনে ৪৮ ঘণ্টা ধর্মঘট পালন করা হবে বলে ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।

এসম সংবাদ সম্মেলনে আঞ্চলিক নেতারা উপস্থিত চিলেন।poribhan_127717