বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এমপির গাড়িবহর থেকে ধর্ষণ মামলার আসামি আটক

প্রকাশিতঃ ১৫ মে, ২০১৬  

ডেস্কঃ2016_05_15_08_53_32_NBYK8S0bTm5L8nTCVH6ZxOIfWMtrJM_original ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহীম উল্যাহর গাড়ি বহরে তল্লাশি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।

শনিবার রাত ৮টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের লালপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এমপির গাড়ি বহরে থাকা একটি গাড়ি (ডিএম-ঘ ১৪-৫৯৬২) তল্লাশি করে ধর্ষণ মামলার ৩ আসামিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন-আবু বকর সিদ্দিক প্রকাশ সাগর (২৩), ইকরামুল হক সাব্বির (২৩), ইকবাল হোসাইল জহির (২২)। এ সময় এমপির গাড়িও তল্লাশি করা হয়। আধাঘণ্টা পর এমপি ঘটনাস্থল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

এ ব্যাপারে এমপি হাজী রহিম উল্যাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, র‌্যাব অভিযান চালিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কোনো ধরনের অস্ত্র উদ্ধারও করতে পারেনি।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় লালপুল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ধর্ষণ মামলার ৩ আসামিকে আটক করে সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।