বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাঞ্ছারামপুরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-২

প্রকাশিতঃ ১২ মে, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ আজ বুধবার ভোর রাতে বাঞ্ছারামপুর বটতলী কান্দাপাড়া থেকে ৫৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ সেলিম(৪৪),মোঃ হাবিবুর রহমান প্রকাশ(৪২)। বাঞ্ছারামপুর থানায় মামলা হয়েছে এবং আসামীদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরন করা হয়েছে বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব সোনারবাংলা ৭১.কমকে জানান আসামীরা দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত । আসামী সেলিমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে আরও ৪টি মামলা চলছে বলে তিনি জানান।
2016_04_12_10_34_32_gG7vX58EdOIqz2DLMQi9Z6tqqG70lJ_original