ফেনীতে পুলিশসহ ১২ জন গুলিবিদ্ধ, চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন
প্রকাশিতঃ ০৭ মে, ২০১৬
নাজমুস সাকিব রাজশাহী প্রতিনিধিঃ ছাগলনাইয়ার শুভপুর ও মহামায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের এক এসআইসহ ১২ জন গুলিবিদ্ধ হয়েছে।
আজ শনিবার সকালে মহামায়া ইউনিয়নের উত্তর সতর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গলিতে ৫ জন আহত হন। আহতদের মধ্যে মো: রফিক, কবির, খোকনসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত রফিক জানান, গরীব শাহ্ এর সমর্থক পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদাদেরর গুলিতে তারা আহত হয়েছেন। তাদেরকে ফেনী আধুনিক সদর হাসপাতালেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরীও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া একই উপজেলার ঘোপাল ইউনিয়নে নিজকুঞ্জরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক আহত হয়েছেন। আর নির্বাচনকে প্রভাবিত করার অপরাধে জুলফিকার আলী (৩৪) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এক মাসের কারাদন্ড প্রদান করেন। আর ঘোপাল ইউনিয়নে মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শেখ মোঃ সফিকুল আলম (১৮) নামে অপর একজনকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছ্ ে
অপরদিকে আজ দুপুরে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ওলিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দূবৃর্ত্তদের গুলিতে মোঃ এয়াসিন নামে পুলিশের এস আই আহত হন। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া, দুপুর দেড়টার দিকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফেনী সদরের লেমুয়ার ফেরদৌস কোরেশী, ধলিয়া জাকের হোসেন জসিম ও ফরহাদনগরের আলমগীর চৌধুরী কেন্দ্র দখল ও তাদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জন করেন।
তারা ফেনী সদর বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুলের বাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন।