বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

‘মাত্র ২০০ কার্গো বন্ধ, বাকি জাহাজ চলছে’

প্রকাশিতঃ ২৯ এপ্রিল, ২০১৬  

মাদারীপুর: মালিকদের ডাকা নৌযান ধর্মঘট প্রসঙ্গে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, চট্টগ্রামের ‘ওয়াটার ট্রান্সপোর্ট সী’ নামে একটি সংগঠনের মাত্র ২০০ কার্গো জাহাজ বন্ধ রয়েছে। এ ছাড়া বাকি সব জাহাজ চলছে। তবে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বন্ধ জাহাজগুলোও দু-এক দিনের মধ্যেই চলাচলের ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রী আশ্বাস দেন।

শুক্রবার বেলা ১১টার দিকে মাদারীপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

নৌমন্ত্রী জানান, যে মালিকপক্ষের সংগঠন নৌ-ধর্মঘট ডেকেছে, তাদের সঙ্গে কথা বলেছি। আমরা তাদের সমস্যা লিখিতভাবে জানাতে বলেছি। অথচ মালিকরা সে কথা না শুনে নৌ-ধর্মঘট ডেকেছে। তারা জাহাজ বন্ধ করতে পারে না। আমি আশা করি, দু-এক দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।

গত মঙ্গলবার রাতে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে নৌযান মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠক শেষে শ্রমিকরা ধর্মঘট স্থগিত করেন। কিন্তু শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রতিবাদে এরপর নৌযান চলাচল বন্ধ করে দেন মালিক সংগঠনের একাংশ।