ডেভিল হান্ট অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় দুই আওয়ামী লীগ নেতা আটক
প্রকাশিতঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
আটকরা হলো উপজেলার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য আব্দুল্লাহপুর গ্রামের মাসুদ মিয়া (৪৪) ও উপজেলা মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খারকুট গ্রামের মোঃ নুরুল আলম (৬৪)। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এতথ্য জানিয়েছেন। আটককৃতরা আখাউড়া থানার বিস্ফোরক আইনের মামলায় সন্দিগ্ধ আসামী।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের দুটি পৃথক অভিযানে পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে। তাদেরকে অদ্য দুপুরে আদালতে পাঠানো হয়েছে।