রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার পৃথক ঘটনায় কিশোরীসহ দুই খুন, ঘাতক গ্রেপ্তার

প্রকাশিতঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫  

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে বর ও কনে পক্ষের মধ্যে বাকবিতন্ডাকে কেন্দ্র করে এক কিশোরী ও ছেলের হাতে মা খুন হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টা জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া এবং জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এই খুনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের আতকা পাড়ার ফারুক মিয়ার মেয়ে ময়না আক্তার-(১২) এবং আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী নাসিমা বেগম।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগর উপজেলার মনিপুর গ্রামের আতকাপাড়া বিয়ে বাড়িতে বর ও কনে পক্ষের লোকদেও মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে ঝগড়া দেখতে যাওয়া ময়না বেগম টেটার আঘাতে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী বলেন, ঝগড়া দেখতে গিয়ে ময়না নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।অপর দিকে শুক্রবার সকালে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে বিছানার মধ্যে নাসিমা বেগমের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। নিহত নাসিমা আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঘাতক ছেলে সিয়ামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সিয়াম পুলিশের কাছে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে নাসিমা বেগম তার ছেলে সিয়াম ও নাতি ওমর ফারুককে সাথে নিয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকাল নাসিমার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় ঘরের লোকজন। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যেও সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তের এক পর্যায়ে নাতি ওমর ফারুকের কাছ থেকে জানতে পারে তার মামা সিয়াম তার নানীকে ধারালো অস্ত্র ও চাহাইট দিয়ে আঘাত করে খুন করে। পরে পুলিশ সিয়ামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার মাকে খুন করেছে বলে জানায়।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন জানান, হত্যাকাÐে জড়িত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেয়া তথ্য মতে হত্যায় ব্যবহৃত বটিসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা দায়ের করা হয়নি।