সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সড়কে মৃত্যু পাঁচ মোটরসাইকেল আরোহীর

প্রকাশিতঃ ১৯ ডিসেম্বর, ২০২৪  

সোনার বাংলা ৭১ রিপোর্ট,দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় ইমাম-মুয়াজ্জিনসহ সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজনই মোটরসাইকেল আরোহী। মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন আরও একজন। প্রতিনিধিদের পাঠানো খবর- টাঙ্গাইল : মধুপুরের বড়বাইদ এতিমখানার কাছে গতকাল পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তারা হলেন- রামকৃষ্ণ বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমান (২০) ও মুয়াজ্জিন হাফেজ হাসান সিরাজী (১৮)। সোনারগাঁ (নারায়ণগঞ্জ): মেঘনা সেতুতে গতকাল কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু আশরাফুল আলম ও অসীম মারা গেছেন। মেহেরপুর : গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুমানা আক্তার ছবি (৪৫) নামে এক নারী মারা গেছেন। চট্টগ্রাম : হাটহাজারীতে গতকাল মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ খাইরুল বশর (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নীলফামারী : দারোয়ানী বাজার এলাকায় গতকাল বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পূর্ণিমা রায় (২৫) নামে এক নারী শ্রমিক মারা গেছেন।