ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নারীসহ আহত ৯
প্রকাশিতঃ ১৯ ডিসেম্বর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আখাউড়ার শান্তিনগর ও শ্যামনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আখাউড়া পৌর শহরের শান্তিনগর পাটের অফিস এলাকায় বালুর মাঠে ফুটবল খেলা চলাকালে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। খেলায় উত্তেজনা বাড়তে থাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়ে ওঠে। এর জেরে সন্ধ্যায় শান্তিনগর ও শ্যামনগর গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার সংঘর্ষে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সালাউদ্দিন (৪০) ও রানাকে (১৭) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর রায়হান (২৫), গোলাপ মিয়া (৪৫), বাদশা মিয়া (৫৫), খোকন মিয়া (২২), আমজাদ (৩০), জাহানারা (৫২) ও জোসনা (৩২) আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের পর থেকে শান্তিনগর ও শ্যামনগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক লক্ষ করা গেছে।স্থানীয়দের মতে, খেলাধুলাকে কেন্দ্র করে এ ধরনের সংঘর্ষ শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশে বড় ধাক্কা দেয়। সংঘর্ষের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহিনুর ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।