নদীর মাটি যাচ্ছে ইটভাটায়
প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর, ২০২৪
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার হাটের নাগর নদীর মাটি অবৈধভাবে কেটে ইটভাটাসহ নানা জায়গায় বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়িক ও স্থানীয় নেতারা। প্রশাসনের নীরবতায় সাধারণ মানুষ উদ্বিগ্ন।
দিনের পর দিন অবৈধভাবে মাটি কাটা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। অন্যদিকে , এসব মাটি বহনের ফলে রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের যাতায়াতের ও গাড়ি চলাচলের বিঘ্ন ঘটছে। সেই সাথে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে।
মাটি কাটার কাজে নিয়োজিতরা জানায়, এসব মাটি স্কুল ও মাদ্রাসার কাজে ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছি। মাটিকাটা যে পরিবেশ দূষণের একটি অংশ তা সাধারণ মানুষের মাঝে নানারকম আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে ।
এ ব্যাপারে বগুড়া জেলা প্রশাসন ও শিবগঞ্জ উপজেলা প্রশাসনের বিষয়টির উপর সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।