ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে পাইপগানসহ গ্রেফতার
প্রকাশিতঃ ১৪ ডিসেম্বর, ২০২৪
বিশেষ প্রতিনিধি,র্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান পরিচালনা করে মারুফ ইসলাম নামে ১ জনকে ১টি পাইপগান সহ গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ১১ ই ডিসেম্বর বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান পরিচালনা করে মারুফ ইসলাম কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত সাইফুল ইসলাম সদর উপজেলার হারুনুর রশীদের ছেলে। এসময় তার কাছ থেকে একটি পাইপগান জব্দ করা হয় । আজ দুপুরে র্যাব-৯ এর এ এস পি মশিহুর রহমান সোহেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ এর অভিযানে ১১ই ডিসেম্বর রাতে সদর উপজেলার কুমিল্লা -সিলেট মহাসড়কের সুলতানপুর জেল খানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিসহ জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এছাড়াও এসবের বিরুদ্ধে জিরো ট্রলারন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে