সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও ইজিবাইকে মুখোমুখী সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও ইজিবাইকের মধ্যে মুখোমুখী সংঘর্ষে মোঃ ফয়সাল মিয়া-(২০) নামে ইজিবাইকের চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশ্বর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী আহত হন। পুলিশ ঘাতক বাসের চালককে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট অভিমুখী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সাথে বিপরীত দিকে আসা অপর একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ফয়সাল নিহত হন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, বিআরটিসি বাসের চালক মোঃ তৌহিদুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।