সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৬০ টাকা কেজি আলু, তবু ক্রেতা নেই

প্রকাশিতঃ ১২ ডিসেম্বর, ২০২৪  

সোনার বাংলা ৭১ রিপোর্ট,মাত্র ১০ দিন আগেও রংপুরের পীরগাছায় খুচরা বাজারে নতুন আলু বিক্রি হচ্ছিল ১৫০ টাকা কেজি দরে। এখন সেই আলু ৬০ টাকায় বিক্রি হলেও ক্রেতার দেখা মিলছে না। বেশির ভাগ ক্রেতা ৮০ টাকা কেজি দামে পুরনো আলু কিনতেই আগ্রহী।

গতকাল বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ক্রেতাদের অভিযোগ, আলুর দাম দ্রুত কমতে থাকায় অনেক কৃষক জমি থেকে অপরিপক্ব আলু তুলে বাজারে বিক্রি করছেন। এসব আলুতে তেমন স্বাদ না থাকায় ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় এ বছর বাজারে আলুর দাম বেশি থাকায় কৃষকরা আগাম আলু চাষে ঝুঁকেছেন। মৌসুমের শুরুর দিকে দাম বেশি থাকায় অনেকে লাভবান হলেও সম্প্রতি আলুর দাম কমতে শুরু করেছে।এতে ক্ষতির আশঙ্কায় কৃষকরা অপরিপক্ব আলু জমি থেকে তুলে বিক্রি করছেন।

উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের তিস্তার চরাঞ্চলে দেখা গেছে, একদিকে জমিতে পুরোদমে আলু রোপণের প্রস্তুতি চলছে, অন্যদিকে আগাম রোপণ করা আলু তুলতে ব্যস্ত কৃষকরা। ক্ষেত থেকে উত্তোলনের উপযুক্ত সময়ের ১৫ দিন আগেই কৃষকরা আলু তুলে বাজারে আনছেন।

চরের কৃষক আব্দুর রহমান বলেন, ‘আমাদের জমি আলু চাষের জন্য উপযোগী।তাই প্রতিবছর প্রচুর আলু চাষ হয়। তবে এবার বাজারে ভালো দাম থাকায় অন্যান্য এলাকার কৃষকরাও আলু চাষে ঝুঁকেছেন। ফলে আগাম আলু বাজারে উঠে দাম কমছে।’

তাম্বুলপুর ইউনিয়নের কৃষক আয়নাল হক বলেন, ‘গত বছর আলুর ভালো দাম পেয়েছিলাম। তাই এবার যারা কখনো আলু চাষ করেনি, তারাও চাষ শুরু করেছে।এখন লাভের আশায় অনেকেই অপরিপক্ব আলু তুলে বাজারে দিচ্ছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আলুর রোগবালাই হওয়ার সম্ভাবনা কম। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে অপরিপক্ব আলু তুলে বিক্রি করা সঠিক নয়।

এ বছর উপজেলায় ১০ হাজার ৮০ হেক্টর জমিতে আলুসহ রবিশস্য আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষি বিভাগ চাহিদার অতিরিক্ত আলু উৎপাদনে কৃষকদের নিরুৎসাহিত করলেও তা কার্যকর হয়নি।

কৃষকরা মনে করছেন, আলুর বাজার স্থিতিশীল রাখতে বিদেশে রপ্তানি এবং অন্যান্য উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা জরুরি। তারা আশাবাদী, সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।