মাধবপুরে হত্যা মামলাসহ একাধিক অস্ত্র, চুরি ও ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিতঃ ১০ ডিসেম্বর, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের অভিযানে হত্যা মামলাসহ একাধিক অস্ত্র, চুরি, ডাকাতি ও অন্যান্য মামলার আসামী কুখ্যাত ডাকাত মোঃ রজব আলী (৫৬)কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকুত আসামী- মাধবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত: মন্নর আলী ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার(১০ডিসেম্বর) ভোর রাতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জনাব আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মাধবপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামী কুখ্যাত ডাকাত মোঃ রজব আলী গ্রেফতার করেন।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকুত রজব আলীর বিরুদ্ধে মাধবপুর থানাসহ অন্যান্য থানায় ০১টি খুন,০৩টি ডাকাতি, ০২টি অস্ত্র, ০৩টি চুরি ও ০৫টি অন্যান্য মামলা রয়েছে।