সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিজয়নগরে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিতঃ ১০ ডিসেম্বর, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের ৬০ ব্যাটালিয়নের অভিযানে  বিজয়নগরে প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর)সকালে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহলদল উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়, ফেলে যাওয়া মালামাল হলো, ভারতীয় চশমা- ৬,৮৮০ পিস, শাড়ী- ১৩৭ পিস, প্রসাধনী সামগ্রী- ৯৩৬ পিস, কাবেরী মেহেদী- ৪,৩২০ পিস, ভারতীয় মন্ড সিগারেট- ৯,৬০০ পিস এবং আমেরিকান কাউ চকলেট ১,৪৮০ পিস। আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী মালামালের সিজার মূল্য ৯৪,৮০,০০০ টাকা। উক্ত চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। অবৈধ চোরাচালানী মালামাল আটকে বিজিবি এর অভিযান চলমান থাকবে।