সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল

প্রকাশিতঃ ১০ ডিসেম্বর, ২০২৪  

বিশেষ প্রতিনিধি,ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় আাজ মঙ্গলবার(১০ডিসেম্বর)সকাল ৬টা ২০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সোয়া ৯টা থেকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরো জানান, বর্তমানে এ রুটে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি বন্ধ থাকলেও দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই।