সরাইলে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫
প্রকাশিতঃ ০৯ ডিসেম্বর, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।পুলিশ জানান শনিবার গভীর রাতে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া শ্রীডোবা এলাকায় পরিত্যক্ত ফাইভ স্টার নামীয় অটোরাইছ মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃরা হলেন- জেলার সদর উপজেলার বুধল ইউপির মালিহাতা এলাকার আব্দুল কাহারের ছেলে মো. লিয়াকত আলী, সদরউপজেলার মালিহাতা গ্রামের মো. আক্তার মিয়ার ছেলে মো. শামীম মিয়া, একই উপজেলার সাদেকপুর এলাকার ফুল মিয়ার ছেলে মো. সাগর ও বুধল ইউপির ইসলামবাগ এলাকার মো. আব্দুল হামিদের ছেলে মো. আলী আজম। সরাইল উপজেলার সদর ইউপির গুনারা এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. শরীফ।