সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সহকর্মীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বানারীর

প্রকাশিতঃ ০১ ডিসেম্বর, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সহকর্মীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বানারীর সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বেসরকারি সংস্থার মাঠকর্মী হনুফা বেগম। সকালে এক সহকর্মীর মোটরসাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পেছন থেকে ট্রাক্টর ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তিনি।এতে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে লাশ উদ্ধার করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় নিয়ে রাখে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর)বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকায় দুর্ঘটনায় নিহত হন হনুফা। দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রী নিহতের খবর পেয়ে দিশাহারা হয়ে পড়েন স্বামী আইনাল হক (৩০)। দুপুরে স্ত্রীর লাশ নিতে এসে অনাগত সন্তানের জন্য থানা ভবনের সিঁড়িতে কান্নায় ভেঙে পড়েন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হনুফা পেশায় বেসরকারি একটি সংস্থার মাঠকর্মী।তাঁর কর্মস্থল ছিল বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নে। প্রতিষ্ঠানটির ইছাপুর শাখার ব্যবস্থাপক ফারুক হোসেনের (৩৫) সঙ্গে একই মোটরসাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন হনুফা।সকালের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক্টর পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে হনুফা মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত ফারুককে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারগুব তৌহিদ বলেন,মোটরসাইকেল ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। ট্রাক্টরচালক পলাতক। এ ব্যাপারে সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন।