সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিতঃ ২৭ নভেম্বর, ২০২৪  

জেলা প্রতিনিধি,হবিগঞ্জের মাধবপুরে চালকের হাত পা বেধে রাস্তার পাশে ফেলে সিএনসি অটোরিকশা ছিনতাইর ঘটনায় কাইয়ুম হোসেন বাবু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাসহ বুধবার ভোর রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান রসুলপুর গ্রামের নুরুল ইসলাম সুজন নোয়াপাড়া থেকে মঙ্গলবার রাতে সিএনজি অটোরিকশা নিয়ে তেলিয়াপাড়া যাচ্ছিলেন।পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের গোয়াসনগর ব্রীজে পৌছতেই একদল দৃবৃত্ত নুরুল ইসলাম কে অস্ত্রের মূখে জিম্মি করে হাত পা মুখ বেধে রাস্তার পাশে ফেলে অটোরিকশা ছিনিয়ে নেয়। টহল পুলিশ তাকে উদ্ধার করে।পরে পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে সিরাজুল ইসলামের ছেলে কাইয়ুমকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা সহ গ্রেফতার করে।এঘটনায় থানায় একটি মামলা হয়েছে।কাইয়ুম হোসেন বাবুকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়।