সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কসবায় সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

প্রকাশিতঃ ২৭ নভেম্বর, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার ভারতের ২০৫০ পিলার এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে দুইজন বাংলাদেশী যুবক আহত হওয়ার প্রতিবাদে দুই দেশের বিজিবিওবিএসএফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সীমান্তের ২০৫০ পিলার এলাকার পুটিয়া নামক স্থানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বেলা ১২টা থেকে শুরু করে প্রায় আধাঘন্টা ব্যাপী চলে পতাকা বৈঠক। এ বৈঠকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পক্ষে নেতৃত্ব দিয়েছেন ৬০ ব্যাটালিয়নের অধিন্ত সালদানদী বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো. সফিকুর রহমান এবং ভারতের বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পুটিয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস.আই মহন সিং।

পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ নিঅস্ত্র বাংলাদেশী লোকজনদের কে গুলি করায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তাদেরকে বলা হয়েছে অন্যায় ভাবে গুলি চালানো হয়েছে। এটি কাম্য নয়। এটি খুবই দুঃখজনক। তবে বিএসএফ ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিজিবি ও স্থানীয় সুত্রে জানাগেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার ভারতের ২০৫০ সীমান্ত দিয়ে গত সোমবার বেলা ৪টার দিকে ১০/১২ জনের বাংলাদেশী যুবক অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে প্রতিহত করতে গুলি ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন গুলি বিদ্ধ হলেও রুকন উদ্দিন ও জাকির হোসেন নামের দুই যুবককে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্ণেল এ. এম জাবের বিন জব্বার বলেন, বিএসএফের গুলিতে দুইজন বাংলাদেশী যুবক আহত হওয়ার ঘটনায় কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ নিরস্ত্র লোকজনদের কে গুলি করায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। তাদেরকে বলা হয়েছে অন্যায় ভাবে গুলি চালানো হয়েছে। এটি কাম্য নয়। এটি খুবই দুঃখজনক। তিনি আরো বলেছেন, বিএসএফ এ ঘটনায় তদন্ত করে দোষী সৈনিকদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।