খাল ভরাট করে অবৈধস্থাপনা নির্মাণ, উচ্ছেদ করল প্রশাসন
প্রকাশিতঃ ২৬ নভেম্বর, ২০২৪
জেলা প্রতিনিধি, হবিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের ৮৩ শতক সরকারি জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করেছিল একটি প্রভাবশালী মহল। দীর্ঘদিন যাবত ওই মহলটি খাল ভরাট করে মার্কেট নির্মাণের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। আর বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল পরিবেশবাদীসহ স্থানীয় সচেতন মহল।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে শহরের বাইপাস সড়কের ঈদগাহ রোড এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও সড়ক বিভাগ।
এসময় এক্সেভেটরের মাধ্যমে গুড়িয়ে দেয়া হয় মার্কেটটি। উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বায়েজিদ সরদার। জেলা প্রশাসনকে সহযোগীতা করেন হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, সেনাবাহিনীর একটি দল ও সদর মডেল থানার একদল পুলিশ।
জানা যায়- শহরের বাইপাস সড়কের ঈদগাহ রোড এলাকার পার্শ্ববর্তী একটি একটি সরকারি খাল ভরাট করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করে সেখানে মাছ বাজার স্থাপন করা হয়। চক্রটি খালের প্রায় ৮৩ শতাংশ জায়গা দখল করে মার্কেটটি নির্মাণ করে। যা নিয়ে এলাকার জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নজরে আসে সড়ক ও জনপথ বিভাগের। পরে তারা নোটিশ দিয়ে মার্কেট অপসারণের জন্য নিদের্শ দিলেও প্রভাবশালী মহল তা কর্ণপাত করেনি। অবশেষে যৌথ অভিযানে অবৈধসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন- আমরা বিষয়টি অবগত হওয়ার পর নোটিশ দেয়া হয় মার্কেটটি অপসারণে জন্য। কিন্তু দখলকারীরা তা করেনি। তাই জেলা প্রশাসনের সহায়তায় অবশেষে মার্কেটটি গুড়িয়ে দেয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদ সরদার জানান- সড়ক ও জনপথ বিভাগের জায়গায় স্থাপনাটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। তাই সেটি এক্সেভেটরের মাধ্যমে গুড়িয়ে দেয়া হয়েছে।