সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিজয়নগরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময়

প্রকাশিতঃ ১৭ নভেম্বর, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলীর সাথে উপজেলার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এরমধ্যে ভোরের পত্রের সম্পাদক ও প্রকাশক মো:জহিরুল ইসলাম, রুদ্র বাংলার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল হৃদয়,চ্যানেল dbc আন্তর্জাতিক (কুয়েত) প্রতিনিধি ও দৈনিক স্বাধীন বাংলার ক্রাইম রিপোর্টার মহসিন পারভেজ, কালের ছবি রিপোর্টার মোশাররফ হোসেন, ডেইলি অবজারভারের রিপোর্টার শফিকুর রহমান শাহীন,সোনার বাংলা৭১.কম এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান মিলন, বাংলা টিভি রিপোর্টার শামসুল ইসলাম লিটন এশিয়ান টিভি রিপোর্টার সারোয়ার হাজারী, ইনকিলাব প্রতিনিধি সাদিকুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ.

ওসি রওশন আলী তার বক্তব্যে বলেন, তিনি আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। তিনি সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমকে অপরাধ দমনের শক্তিশালী মাধ্যম হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা। তারা উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং সমাজের সমস্যা সমাধানে পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ওসি রওশন আলী আরও বলেন, সমাজে অপরাধীদের সংখ্যা সীমিত। তাই নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করলে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানান তিনি।

ওসি রওশন আলী এর আগে পিবিআইতে কর্মরত ছিলেন এবং বর্তমানে বিজয়নগর থানার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলসহ অন্যান্য অপরাধ দমনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।