সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল

প্রকাশিতঃ ১০ নভেম্বর, ২০২৪  

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল বের হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকালে সরাইল উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী নিয়ে এক বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি সরাইল উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। মিছিল শেষে সরাইল উপজেলা চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাস্টার, সদস্য সচিব নুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, কৃষক দলের সদস্য সচিব জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, এডঃ এম.এ মান্নান আহবায়ক ও সিরাজুল ইসলাম ইসলাম সিরাজ সদস্য সচিব এর নেতৃত্বে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া সহ ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি প্রদান করায় দেশনায়ক তারেক রহমানকে সরাইল উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।