সেই দুই প্রেমিকার একজনকে বিয়ে করলেন শাহীন
প্রকাশিতঃ ০৪ নভেম্বর, ২০২৪
বিশেষ প্রতিনিধি,অবশেষে বিয়ের দাবিতে দুই তরুণীর অনশনের ঘটনার অবসান ঘটেছে। দুজনের একজন স্বেচ্ছায় চলে যাওয়ার পর অপর প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুলেছেন প্রেমিক শাহীন।
গতকাল রবিবার (৩ নভেম্বর) সকাল থেকে দুই তরুণীর অনশনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, গত শনিবার (২ নভেম্বর) বিকেলে এক তরুণী বিয়ের দাবিতে সদর উপজেলার গাগান্না গ্রামের ইকরামুল হকের ছেলে শাহীনের বাড়িতে অবস্থান নেন।এ কথা শুনে অপর এক তরুণীও বিয়ের দাবিতে শাহীনের বাড়িতে অনশন শুরু করেন। পরে তাদের একজন আজ সোমবার তার সিদ্ধান্ত বদলে অনশন ভেঙে নিজ বাড়িতে চলে যান। পরে অপর তরুণীকে বিয়ে করেন শাহীন।
রবিবার (৩ নভেম্বর) মধ্যরাতে হরিণাকুণ্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার আজিজুর রহমান মিনুর বাড়িতে দুই লাখ টাকা কাবিনে তাদের বিবাহ সম্পন্ন হয়।বিবাহ রেজিস্ট্রার আজিজুর রহমান মিনু কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।