সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভারতীয় পাথরবোঝাই ট্রাক থেকে ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশিতঃ ৩১ অক্টোবর, ২০২৪  

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে ভারতীয় পাথরবোঝাই ট্রাক থেকে ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্যবাজার সংলগ্ন পাথর আনলোডিং পয়েন্ট এলাকায় তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ভারতীয় ট্রাক।

লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গতকাল বুধবার রাতে সোনামসজিদের মধ্যবাজার এলাকায় একটি ভারতীয় ট্রাক লোড-আনলোড হচ্ছিল। এ সময় বিজিবির সদস্যরা ট্রাকটি তল্লাশি করে ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটিতে ৫২ টন ভারতীয় পাথর ছিল।চালকের কেবিনে বিশেষ কায়দায় ফেনসিডিলগুলো লুকায়িত অবস্থায় রাখা ছিল।